Registration No. S-10558 Of 1970-71
THESE ARE OUR BELOVED KEY PEOPLES
SRI SUMAN DAS
SRI JYOTISH CHANDRA SARKAR
SRI SANU SARKAR
আজ ভারতের স্বাধীনতা দিবসের এই পবিত্র ও গৌরবময় দিনে
আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের প্রিয় অ্যাসোসিয়েশনের সরকারি ওয়েবসাইট — www.wbsebtoa.org — আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, অবশেষে আমরা আমাদের সংগঠনের জন্য একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম উপহার দিতে সক্ষম হলাম। আশা করি, আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য/সদস্যা এই ওয়েবসাইট থেকে উপকৃত হবেন।
এই ওয়েবসাইটে আমাদের অ্যাসোসিয়েশনের যাবতীয় কর্মকাণ্ডের পাশাপাশি বন্টন এবং সংবহন — উভয় সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যক্রম সন্নিবেশিত থাকবে। প্রাথমিক পর্যায়ে যতটুকু সম্ভব বিষয়বস্তু সংযোজন করা হয়েছে; সময়ের সাথে সাথে এর পরিধি ও মান আরও সমৃদ্ধ করা হবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য আমরা একটি "Retired Employees’ Corner" সংযোজন করেছি, যেখানে পেনশনারদের প্রয়োজনীয় সকল তথ্য ও নোটিস সহজেই পাওয়া যাবে।
এই প্রকল্পের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নের প্রধান কারিগর, আমাদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শ্রী শানু সরকার -এর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। আগামী দিনে তিনি যেন আরও নতুন ও উন্নত ধারণার মাধ্যমে এই ওয়েবসাইটকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন — সেই প্রত্যাশা রইল।
সবশেষে, সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক স্নেহাশীষ।
আপনাদের বিশ্বস্ত,
জ্যোতিষ সরকার
সাধারণ সম্পাদক
পঃবঃরাঃবিঃপঃ টেকনিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন
১৫ আগস্ট ২০২৫.